এক নজরে অফিস সম্পর্কে তথ্যাদি
১। মিশন- অর্থনৈতিক কর্মকান্ডে নারীর ব্যপক অংশ গ্রহন নিশ্চিত করার লক্ষে প্রয়োজনীয়তা দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করা । আইনী সহায়তা প্রদান এবং অবকাঠামোগত সুযোগ সৃষ্টি করে নারীর ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করা।
ভিষন- জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন।
২। আমাদের অর্জন সমূহ-১। ভালনাকেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) (২ বছর মেয়াদে চক্র) প্রদান। ২। মা ও শিশু সহায়তা তহবিল, ৩। ক্ষুদ্র ঋণ প্রদান ৪। আইনী সহায়তা প্রদান। ৫। কিশোর- কিশোরী ক্লাব গঠন ৬। ¯স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন ও অনুদান প্রদান। ৭। বাল্য বিবাহ প্রতিরোধ।
৩। সাম্প্রতিক কর্মকান্ড -
১। দুঃস্থ মহিলা উন্নয়ন (ভিডব্লিউবি) কর্মসূচি।
২। মহিলাদের আত্বকর্মসঙস্থানের জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম ।
৩। স্বেচ্ছাসেবী মহিলা সমিতি।
৪। বিভিন্ন দিবস উদযাপন।
৫। উঠান বৈঠক।
৬। বাল্য বিবাহ প্রতিরোধ মূলক সচেতনতা কার্যক্রম।
৭। জেন্ডার সমতায়ন ও নারীর ক্ষমতায়ন কার্যক্রম।
৮। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নির্দেশিত অনান্য কার্যক্রমসমূহ।
৪। ভবিষ্যত পরিকল্পনা-
১। দুস্থ মহিলাদেরকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনা ২। বাল্য বিবাহ প্রতিরোধ ৩। সকল ক্ষেত্রে প্রান্তিক নারীদের অংশ গ্রহনে সুযোগ সৃষ্টি করা ৪। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করা ৫। দাপ্তরিক সেবার মান বৃদ্ধি করা।
৬। ঘটনাপুঞ্জ- প্রতি বছর জয়িতা নির্বাচিত ও সম্মামনা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস